গুজরাট দাঙ্গায় মোদিকে দায়মুক্তি দিলেন মার্কিন আদালত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভয়াবহ গুজরাট দাঙ্গার দায় থেকে অব্যাহতি দিলেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। বুধবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ ব্যাপারে রুল জারি করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আমেরিকান জাস্টিস সেন্টার নামের মানবাধিকার সংগঠনটির সভাপতি জোসেফ হুইটিংটন ও ইলিনয়েসের সিটি কাউন্সিলের একজন সদস্য গত বছর সেপ্টেম্বরে মোদির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন। মামলার আর্জিতে বলা হয়, ‘মোদি দাঙ্গা বন্ধে ব্যর্থ হয়েছেন। এটি পরিষ্কার যে, গণহত্যার ঘটনাটি উপেক্ষার কারণে ক্ষতিগ্রস্তদের পক্ষে ভারতে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়।’ বুধবার শুনানি শেষে বিচারক অ্যানালিসা টরেস জানিয়েছেন, মার্কিন সরকারের ঘোষণা অনুযায়ী- বর্তমান সরকার প্রধান হিসেবে দায়মুক্তি পাওয়ার যোগ্য মোদি। মামলা দায়েরের সময় জোসেফ হুয়িটিংটন বলেছিলেন, এই মামলায় সফলতা পাওয়ার সুযোগ খুব কম। এটি একটি প্রতীকী বিজয়।
তবে আদালতের নতুন সিদ্ধান্তের ব্যাপারে তাৎক্ষণিকভাবে হুয়িটিংটনের মন্তব্য পাওয়া যায়নি। ২৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের আগে এ সিদ্ধান্ত দিলেন যুক্তরাষ্ট্রের আদালত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারত সরকারও কিছু জানায়নি। উল্লেখ্য, ২০০২ সালে গুজরাটের গোধরা স্টেশনে একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অর্ধশতাধিক হিন্দু নিহত হওয়ার পর মুসলিমবিরোধী দাঙ্গা শুরু করা হয়েছিল। মুসলিমবিরোধী ওই ভয়াবহ দাঙ্গায় দুই হাজারেরও বেশি মুসলমান নিহত হন। সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। ওই দাঙ্গার পরিপ্রেক্ষিতে ২০০৫ সালে মোদির ভিসা প্রত্যাখ্যান করেছিল মার্কিন সরকার। কিন্তু গত বছরের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মোদির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমেরিকা। টাইমস অব ইন্ডিয়া।

No comments

Powered by Blogger.