বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারীদের ছাড় দেয়া হবে না -শেখ হাসিনা

বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যকারীদের ‘কুলাঙ্গার’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ধরনের কটুক্তিকারীদের ছাড় দেয়া হবে না। তিনি বলেন, দেশের মানুষ এখন প্রকৃত ইতিহাস জানেন। যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেন তারা কুলাঙ্গার। তাদের বিচার করবে জনগণ। প্রধানমন্ত্রী গতকাল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক শেষে এ কথা বলেন। এর আগে তিনি বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। আওয়ামী লীগ সভাপতি তৃণমূল নেতাদের যত দ্রুত সম্ভব দল ও এর সহযোগী সংগঠনসমূহের কাউন্সিল সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, গণতন্ত্র, সংবিধান ও উন্নয়ন ধারা বজায় রাখতে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, যারা গণতন্ত্র, সংবিধান ও উন্নয়ন নস্যাৎ করতে চায় তাদের প্রতিহত করতে হবে। দেশে দারিদ্র্যের হার অনেক কমেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবশ্যই নজরদারি বজায় রাখতে হবে। তিনি বলেন, অসাংবিধানিক পথে যারা ক্ষমতা দখল করতে চায় ওই সব গণতন্ত্রবিরোধী শক্তি যাতে দেশে কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি গণতন্ত্র, সংবিধান ও উন্নয়নের ধারা বজায় রাখতে পারি তাহলে দেশে দারিদ্র্য থাকবে না। শেখ হাসিনা দলকে শক্তিশালী করার পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার জন্যও তৃণমূল নেতাদের প্রতি নির্দেশ দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুহাম্মদ ফারুক খান, শেখ হেলাল উদ্দিন, এডভোকেট উম্মে রাজিয়া কাজল, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুব মহিলা লীগ সভাপতি অধ্যাপক নাজমা বেগম, প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.