মালয়েশিয়ায় ২০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা

ভয়াবহ বন্যায় মালয়েশিয়ার আটটি রাজ্যে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ পর্যন্ত সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গত ২০ বছরের মধ্যে মালয়েশিয়ার এটি বড় বন্যা। খবর এএফপির। শনিবার দেশটির সরকার এক বিবৃতিতে জানায়, গত দশ দিনে বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হয়েছে। কর্তৃপক্ষ বলছে, মালয়েশিয়ার কেলান্তান, তেরেঙ্গানু পানাগ, জোহর, পেরাক, নেগারি সেম্বিলান রাজ্যের বিভিন্ন স্থানে বন্যা আঘাত হেনেছে। প্রায় ১ লাখ ৩২ হাজার মানুষ তাদের নিজ বাসস্থান ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। সারা দেশে জরুরি অবস্থা জারি রয়েছে। নিজ দেশের পাশাপাশি অন্যান্য দেশ থেকে ত্রাণ গ্রহণের আহ্বান জানিয়েছে দেশটির সরকার। প্রচুর মানুষ এখন নিজ বাসস্থান ছেড়ে রিলিফ সেন্টারগুলোতে আশ্রয় নিয়েছেন। শনিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাক তেরেঙ্গানু রাজ্যের বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করছেন। স্থানীয়রা ছাড়াও আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ১ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয়রা জানান, গত ২০ বছরেও এমন ভয়াবহ বন্যার সম্মুখীন হয়নি মালয়েশীয়রা। এদিকে দুর্গত অনেক এলাকায় উদ্ধারকর্মীরা পৌঁছতে পারছেন না। এতে লোকজন খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন তারা। বন্যার ত্রাণ কেন্দ্রগুলোর ব্যবস্থাপনার জন্য সরকার ১ কোটি ৪০ লাখ ডলার পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে।

No comments

Powered by Blogger.