আসাম থমথমে

আসামে আদিবাসী অধ্যুষিত সোনিতপুর, কোকড়াঝাড়ে পরিস্থিতি থমথমে। ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব আসাম-সংবিজিত (এনডিএফবি-এস) আদিবাসীদের ওপর গুলি করে কমপক্ষে ৭৬ জনকে হত্যা করে। কোন কোন মিডিয়ায় বলা হচ্ছে, নিহতের সংখ্যা ৮০। এর প্রতিবাদে আদিবাসীরা প্রতিপক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সহিংসতা ক্রমাগত ছড়িয়ে পড়তে থাকে। এ অবস্থায় গতকাল ঘটনা পরিদর্শনে যান ভারতের সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ। তাকে স্থানীয় শীর্ষ সেনা কর্মকর্তাদের ঘটনা সম্পর্কে অবহিত করার কথা। তারপরই একীভূত কমান্ডের সঙ্গে তার বৈঠক করার কথা। এর আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারপর বলেছেন, আসামে অভিযান অবশ্যই আরও জোরদার করা হবে। ওদিকে সহিংসতার এ ঘটনাটি তদন্ত করবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এরই মধ্যে সোনিতপুর ও কোকড়াঝাড়ে পুলিশ চারটি মামলা করেছে।

No comments

Powered by Blogger.