পরমাণু আলোচনা ‘কার্যকর’ হয়েছে : ইরান

বিশ্বের পরমাণু ক্ষমতাধর প্রধান দেশগুলোর সাথে পুনরায় শুরু করা প্রথম দফার পরমাণু আলোচনাকে ‘কার্যকর’ অভিহিত করে তেহরান বৃহস্পতিবার একে স্বাগত জানিয়েছে। চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় প আরো সাত মাস সময় নিয়েছে। বুধবার জেনেভায় দুই ঘন্টা ধরে চলা এক বৈঠকের পর ইরানের প্রধান আলোচক উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমাদের মধ্যে ব্যাপক ও কার্যকর আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এক মাসের মধ্যে আমরা আবারো বৈঠকে বসবো।’ ছয় পরাশক্তির সাথে পূর্ণাঙ্গ দফা আলোচনার প্রাক্কালে মার্কিন প্রতিনিধিদলের সাথে আরাকচি দু’দিন আলোচনা করেন। ভারপ্রাপ্ত উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরমেন মার্কিন এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বের এ মতাধর দেশগুলো গত মাসে ভিয়েনায় ইরানের সাথে আনুষ্ঠানিক বৈঠক করে। ইরানের বিরুদ্ধে আরোপিত পশ্চিমা দেশগুলোর অবরোধ শিথিলের বিনিময়ে তেহরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে নির্ধারিত সময়সীমা ২৪ নভেম্বরের মধ্যে একটি ব্যাপক চুক্তিতে পৌঁছতে তারা ব্যর্থ হয়।

No comments

Powered by Blogger.