ছোট খবর

ইসলামাবাদ
শীর্ষ নেতার জামিন
পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বাহর শীর্ষ নেতা জাকিউর রেহমান লাখভিকে জামিন দিয়েছেন দেশটির একটি আদালত।
পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফআইএ) পক্ষে সরকারি আইনজীবী আদালতে লাখভির জামিনের বিরোধিতা করলেও বৃহস্পতিবার ৫ লাখ রুপির ব্যক্তিগত বন্ড জমার শর্তে জামিন দেয়া হয় তাকে। খবর টাইমস অব ইন্ডিয়ার। মুম্বাইয়ে ২০০৮ সালে ভয়াবহ বোমা হামলার জন্য সন্দেহভাজন যে সাত আসামিকে চিহ্নিত করা হয়, লাখভি তাদের মধ্যে অন্যতম। এএফপি
আবুজা
৫৪ সেনার মৃত্যুদণ্ড
নাইজেরিয়ার একটি সামরিক আদালত বুধবার বিদ্রোহের দায়ে ৫৪ সৈন্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে অস্বীকার করায় তাদের এ সাজা দেয়া হল। মানবাধিকারবিষয়ক বিশিষ্ট আইনজীবী ফেমি ফালানা বলেন, একটি সামরিক আদালতে বিচারে তারা ৫৪ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে খালাস দেয়। ১৫ অক্টোবর এ আদালতের কার্যক্রম শুরু হয়। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তা পরিচালিত হয়। এএফপি
দামেস্ক
গণকবরের সন্ধান
সিরিয়ার ইরাক সীমান্ত সংলগ্ন এলাকা থেকে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। গণকবরটি থেকে ২৩০টি লাশ উদ্ধার করা হয়েছে। সিরিয়ার আইএস অধিকৃত দেইর ইজ্জর প্রদেশে এই গণকবরের সন্ধান পাওয়া গেছে। বুধবার যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে বলা হয়েছে গ্রীষ্মকালে শাইতাত গোত্রের লোকদের ওপর আইএসের হামলায় ৯০০ জনেরও বেশি নিহত হয়। গণকবরে পাওয়া ওই লাশগুলো শাইতাতের লোকদেরই বলে ধারণা করা হচ্ছে। এএফপি
সিডনি
হুঁশ জাগানো ঘটনা
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট সিডনির ক্যাফেতে জিম্মি ট্রাজেডিকে হুশ জাগানো ভয়াবহ ঘটনা হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, দুঃখের বিষয় হচ্ছে এমনটা ঘটেছে। আমি বুঝাতে যাচ্ছি যে এটা একটি নিষ্ঠুর ঘটনা। ঘটনার শেষ মুহূর্তগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য বেরিয়ে আসছে। বন্দুকধারী ও দুই জিম্মি নিহত হওয়ার মধ্য দিয়ে জিম্মি নাটকের অবসান ঘটে। এএফপি

No comments

Powered by Blogger.