ঢাকায় ব্যস্ত ভারতীয় গোয়েন্দারা

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত জানতে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএর চার সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। তারা ইতিমধ্যে তদন্তকাজ শুরু করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এনআইএর দুই সদস্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাকি দুইজন রোববার রাতেই ঢাকায় পৌঁছান। বিমানবন্দরের ভারপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনআইএর মহাপরিচালক শারদ কুমার। সংস্থার উপ মহাপরিদর্শক সজীব ফরিদও প্রতিনিধি দলে রয়েছেন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধি দলের সদস্যরা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও তাদের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের গোয়েন্দাদের নিয়েও একটি দল গঠন করা হয়েছে। এই দুই দল মিলেই ‘কাজ করবে’। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোম ও মঙ্গলবার দুই দিনের সফরে এনআইএর প্রতিনিধিরা দুই দেশের নিরাপত্তার বিষয়ে ‘চলমান সহযোগিতার অংশ হিসাবে’ বাংলাদেশের ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের’ সঙ্গে বৈঠক করবেন। প্রসঙ্গত, গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে জঙ্গিদের এক গোপন আস্তানায় বোমা বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হয়। পরে এ ঘটনা তদন্ত করতে গিয়ে ভারতীয় গোয়েন্দারা জানতে পারেন ভারতে বসে বাংলাদেশের ভেতরে জঙ্গি তৎপরতার পরিকল্পনা আঁটছে জেএমবির সদস্যরা এবং কিছু ভারতীয় জঙ্গি তাদের এ কাজে সহায়তা করছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের শীর্ষ রাজনীতিকদেরও হত্যার পরিকল্পনা ছিল এ জঙ্গিদের। সেই সঙ্গে আন্তঃদেশীয় একটি জঙ্গি নেটওয়ার্কের তথ্য পাওয়ার কথাও জানায় সংস্থাটি। তারা দাবি করে, বাংলাদেশের দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে হত্যার একটি ছকও কষছে জঙ্গিরা। এরপরে বাংলাদেশেও তদন্ত চালানোর সিদ্ধান্ত নেয় এনআইএ। বাংলাদেশের সঙ্গে আলোচনার পর তাদের আসার বিষয়টি চূড়ান্ত হয়। বর্ধমান বিস্ফোরণে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটি। যার মধ্যে শেখ রহতুল্লাহ সাজিদসহ কয়েকজন বাংলাদেশিও রয়েছে বলে তাদের দাবি। গত ৮ নভেম্বর জেএমবির কমান্ডার শেখ রহতুমুল্লাহ সাজিদকে কলকাতায় গ্রেফতার করে পুলিশ । তার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জের ফরাজীকান্দায়।

No comments

Powered by Blogger.