কাসিগকে হত্যা ‘সম্পূর্ণ অনৈতিক’: ওবামা

যুক্তরাষ্ট্রের ২৬ বছর বয়সী তরুণ ত্রাণকর্মী আবদুল রহমান কাসিগকে শিরোñেদ করে হত্যার ঘটনাকে ‘সম্পূর্ণ অনৈতিক কর্মকা-’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা তার শোকবার্তায় বলেছেন, আমরা আজ সবাই শোকাহত। কাসিগের শোকে মূহ্যমান পিতামাতা বলেছেন, ‘সিরীয় নাগরিকদের ভালোবাসার জন্য’ কাসিগ প্রাণ দিয়েছেন। পুত্রের জন্য তারা অত্যন্ত গর্বিত বলেও মন্তব্য করেন তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এর আগে কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা কাসিগকে হত্যার ভিডিও প্রকাশ করে। মুখোশ পরা এক আইএস সদস্যকে একটি কাটা মাথার ওপর দাঁড়াতে দেখা গেছে ভিডিওটিতে। কাটা মাথাটি কাসিগের বলে নিশ্চিত করা হয় হোয়াইট হাউজের পক্ষ থেকে। একটি শরণার্থী সংগঠনের হয়ে কাজ করার সময় কাসিগকে ধরে নিয়ে যায় আইএস সদস্যরা। কাসিগসহ এ পর্যন্ত জিম্মি ৫ জন পশ্চিমা নাগরিককে হত্যা করা হলো। মানবকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন কাসিগ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

No comments

Powered by Blogger.