বিশ্বের প্রবীণতম বৃদ্ধ ১৭৯ বছরেও সুস্থ

তার নাতি-নাতনিরাও কেউ এখন আর বেঁচে নেই। অথচ বেঁচে আছেন তিনি। তাই আক্ষেপ করে ১৭৯ বছরের মহাস্টা মুরেসির বলেন, ‘যমে বোধহয় আমাকে নিতে ভুলে গেছে।’
বিশ্বের প্রবীণতম এই বৃদ্ধের বাড়ি ভারতের বেঙ্গালুরুতে। তার  নাম রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও।
মহাস্টা মুরেসির জন্ম ১৮৩৫ সালে। এমনটাই দাবি ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্ট ডট কমের। তবে এ খবরের সত্যতা কতটা, তা তর্কযোগ্য।
ওয়েবসাইটির আরো দাবি, মুরেসি নাকি এখন দুঃখ করে বলেন, ‘চোখের সামনে আমার নাতি-নাতনিরা মারা-গেছে। কিন্তু মৃত্যু আমাকে গ্রাস করেনি। আমি তাই মরার আশা ছেড়ে দিয়েছি।’

No comments

Powered by Blogger.