বাংলাদেশের অনেক প্রাপ্তির সিরিজ

তিন ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের প্রথম জয়। প্রথম কোনো দলকে ৩-০-তে হোয়াইটওয়াশ করার কীর্তি। টেস্ট র‌্যাংকিংয়ের নয় নম্বরে ওঠে আসা। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৩২। ১০ নম্বরে নেমে যাওয়া জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ১৮। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে প্রথমবারের মতো দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের সেঞ্চুরি। শেষ টেস্টের প্রথম ইনিংসে চতুর্থবারের মতো বাংলাদেশের পাঁচশ ছাড়ানো (৫০৩) স্কোর। প্রথম বিশেষজ্ঞ লেগ-স্পিনার হিসেবে জুবায়ের হোসেনের অভিষেক ও সাফল্য (১১ উইকেট)। ভিন্ন তিন হোম ভেন্যুতে তিন টেস্ট ও তিন জয়। এক সিরিজে দুই ব্যাটসম্যানের তিনশর বেশি রান (মুমিনুল ও তামিম)। টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব আল হাসানের শীর্ষস্থান ফিরে পাওয়া। একই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট নিয়ে ইংল্যান্ডের ইয়ান বোথাম ও পাকিস্তানের ইমরান খানের পাশে সাকিব। ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি (তামিম ও ইমরুল কায়েস, ২২৪ রান)। অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের সর্বোচ্চ চারটি টেস্ট জয়।

No comments

Powered by Blogger.