জয়কে নিয়ে বক্তব্যে সচেতন হোন, ফখরুলকে সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘অর্বাচীন বালক’ বলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একরকম সতর্ক করে দিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সজীব ওয়াজেদ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা। তাকে নিয়ে বক্তব্য দেয়ার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলামের আরো সচেতন থাকা উচিত। রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি স্লুইচ গেটের ‘ক্লোজার’ পরিদর্শনে এসে এ কথা বলেন সেতুমন্ত্রী। সজীব ওয়াজেদ জয়কে বিএনপির নেতারা ভয় পাচ্ছেন, এমন দাবি করে  ওবায়দুল কাদের বলেন, “বিএনপির বক্তব্যে দেখছি, তারা সব সময় জয়কে ভয় পাচ্ছে। তারা জয়কে এত ভয় পাচ্ছে কেন আমি জানি না। জয় যে বিষয় নিয়ে কাজ করেন সেই বিষয়ে মির্জা ফখরুলই আনাড়ি এবং অর্বাচীন।” আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, “জয় তার বক্তব্যে দলের রাজনীতি নিয়ে কথা বলেছেন। তিনি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করলেও মির্জা ফখরুল ইসলাম তার বক্তব্যে জয়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। এভাবে ব্যক্তিগত আক্রমণ করাটা সমীচীন হয়নি।” ওবায়দুল কাদের বলেন, “জয় আমাদের ফিউচার লিডার। তিনি রাজনীতি শিখছেন বঙ্গবন্ধুর পরিবার থেকে। জয় রাজনীতিতে এখনো আওয়ামী লীগের কোনো পদে নেই। কাজেই তাকে নিয়ে বক্তব্য দেয়ার সময় মির্জা ফখরুল ইসলামের আরো সচেতন থাকা উচিত।” গত শুক্রবার এক আলোচনা সভায় বিএনপিকে ‘রাজাকারদের দল’ আখ্যায়িত করে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাসী ছিলেন কি না- সে প্রশ্ন তোলেন জয়। পরদিন শনিবার এর জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘অর্বাচীন বালকের মতো’ কথা বলেছেন জয়। মন্ত্রীর পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল।

No comments

Powered by Blogger.