ছোট খবর

তেহরান
স্বর্ণে সেরা ইরান
ইরানের আজারবাইজান প্রদেশে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্বর্ণ প্রক্রিয়াকরণ স্থাপনা চালু হয়েছে। এ কেন্দ্র চালুর ফলে ইরানে এখন বার্ষিক সোনার উৎপাদন বেড়ে দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে। পশ্চিম আজারবাইজান প্রদেশে অবস্থিত জারেহ শুরান স্বর্ণ প্রক্রিয়াকরণ এ স্থাপনার উদ্বোধন করেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরী। স্থাপনার প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর ইরান আশা করছে এখান থেকে ৩ টন বিশুদ্ধ সোনা উৎপাদন করা যাবে। এছাড়া, ১.২৫ টন রুপা ও ৫০০ কেজি মারকারি উৎপাদন করা সম্ভব হবে। বিবিসি
ওয়াশিংটন
গির্জায় জুমার নামাজ
সবাইকে অবাক করে দিয়ে খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় স্থান গির্জায় শুক্রবার জুমার নামাজ আদায় করেছে আমেরিকান মুসলমানদের একটি গ্র“প। শুক্রবার ওয়াশিংটনের জাতীয় গির্জায় এ নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে, গির্জায় জুমার নামাজ আদায়ের বিষয়টি মুসলিম জনগণের জন্য উন্মুক্ত ছিল না। এ উপলক্ষে গির্জার চারপাশে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়। কেবল যারাই আমন্ত্রণ পেয়েছেন তাদের নামাজ আদায়ের সুযোগ দেয়া হয়। অন্য কেউ যাতে না আসতে পারে তা জন্য পুলিশ গির্জা প্রবেশের আগে সবাইকে চেক করে। আয়োজকরা জানান, জুমার নামাজ গির্জায় আদায়ের বিষয়টি প্রচার করা হলে আমাদের বিভিন্ন হুমকি পেতে হয়। এর জন্য বাড়তি নিরাপত্তা নিয়েছি। এক খ্রিস্টান মহিলা নামাজের বিরোধিতা করে বলেন, গির্জায় নামাজ আদায়ের বিষয়টি নিয়ে এর আগে কোনো ধরনের কথাবার্তা হয়নি, কাউকে জানানো হয়নি। ডন
ইসলামাবাদ
সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে
পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহেল শরিফ যুক্তরাষ্ট্র সফরে গেছেন। দুদেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের আরও উন্নয়ন ঘটাতে রোববার প্রথম ওয়াশিংটন সফরে যান তিনি। খবর ডনের। যুক্তরাষ্ট্র সফরকালে রাহেল শরিফ মার্কিন সেনাবাহিনীর জয়েন্টস চিফ অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সেনাবাহিনীর করণীয় এবং সহযোগিতার বিষয়টি স্থান পাবে। এদিকে, সম্পর্কের উন্নয়নের বিষয়টি জোর দিতে পাকিস্তান সফর করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

No comments

Powered by Blogger.