সৌদি নারীদের ব্যাংকে ১০ হাজার কোটি ডলার

সৌদি নারীদের ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ প্রায় দশ হাজার কোটি ডলার! সরকারি এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় পরিসংখ্যানটি প্রকাশ করে। এ খবর দিয়েছে খালিজ টাইমস। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে সৌদি নারীদের সঞ্চিত সামগ্রিক অর্থের পরিমাণ ৩৭ হাজার ৫০০ কোটি রিয়াল বা ১০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। তবে নারীদের গচ্ছিত অর্থের পরিমাণ বিশাল হলেও, মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাণিজ্যিক নিবন্ধনের মাত্র ৭.৩ শতাংশ নারীদের। এদিকে দ্য কাউন্সিল অব  সৌদি চেম্বারের মহিলা শাখা রিয়াদ, দাম্মাম ও জেদ্দায় বেশ কয়েকটি কর্মশালা আয়োজন করবে। এসব কর্মশালায় অর্থনীতি ও বাণিজ্যে নারীদের অংশগ্রহণ উদ্বুদ্ধ করা হবে। বহু সংখ্যক ব্যবসায়ী, নারী-ব্যবসায়ী ও আইনজীবী এসব কর্মশালায় অংশ নেবেন। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরবের শ্রমবাজারের মাত্র ৫.১ শতাংশ দখল করে আছেন নারীরা। অথচ, দেশটির মোট জনসংখ্যার ৪৯.৬ শতাংশই নারী।

No comments

Powered by Blogger.