বিশ্ব আরেকটি স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে : গর্বাচেভ

ইউক্রেনের ঘটনাটি কেন্দ্র করে পৃথিবীতে আরেকটি শীতল যুদ্ধ বা স্নায়ু যুদ্ধ আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্বাচেভ।
রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর যে দ্বন্দ্ব চলছে, আলোচনার মাধ্যমে সেটির একটি সমাধান খুঁজে বের করতেও তিনি তাগিদ দিয়েছেন।
বার্লিন ওয়াল পতনের ২৫তম দিবস স্মরণ উপলক্ষে রোববার বার্লিনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
গর্বাচেভ বলেন, পৃথিবী আজ শীতল যুদ্ধের দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছে। শুধু তাই নয়, এমনকি একপ্রকার শীতল যুদ্ধ শুরু হয়ে গেছে বলেও মনে করছেন কেউ কেউ।
তবে বিবিসির সংবাদদাতা বলছেন, নিজেদের শক্তি প্রকাশ বা দুর্বলতা যে কারণেই হোক না কেন, মিখাইল গর্বাচেভ মূলত সঙ্কটের একটি শান্তিপূর্ণ সমাধানের কথাই বলেছেন।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই বিশ্বে আমেরিকার আগ্রাসী ভূমিকা শুরু হয়েছে বলে মন্তব্য করছেন গর্বাচেভ।
গর্বাচেভ বলছেন, বিশ্বব্যাপী পরিবর্তন আনার নেতৃত্ব না দিয়ে ইউরোপ নিজেও এখন রাজনৈতিক অস্থিরতা, আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় মেতেছে এবং দেখা দিচ্ছে সামরিক দ্বন্দ্ব। আর এসব কিছুর মধ্য দিয়ে ইউরোপ নিজেই ক্রমশ আরো বেশি দুর্বল হয়ে পড়ছে।

No comments

Powered by Blogger.