ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন মঙ্গলবার

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন’ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্যোক্তা সম্মেলনে তথ্য ও ডিজিটাল সেন্টারের সফলতা তুলে ধরতে রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হাউজে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃণমূল পর্যায়ে তথ্য-প্রযুক্তি নিয়ে কর্মরত ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা এবং তাদের কাজের স্বীকৃতি প্রদানের জন্য এ সম্মেলনের আয়োজন ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন’ হয়েছে। এতে দেশের সকল ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টারের ১১হাজারের বেশি উদ্যোক্তা অংশ নেবে। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বাংলাদেশ অর্ধেকেরও বেশি পথ এগিয়ে গেছে। এ কাজকে এগিয়ে নিয়ে ডিজিটাল ইউনিয়ন সেন্টারগুলোকে বিভিন্নমুখী অর্থনৈতিক কর্মকান্ডের প্রাণকেন্দ্রে পরিণত করার কাজ চলছে। এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার বলেন, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি প্রদান, দেশবাসীকে তাদের কাজের সামর্থ্য সম্পর্কে আরেকবার মনে করিয়ে দেয়া  এবং ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পুরস্কার ও ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিস এলায়েন্স পুরস্কার উদযাপনের জন্য ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে।

No comments

Powered by Blogger.