সারা দেশে লাইটারেজ জাহাজ ধর্মঘট শুরু

সারা দেশে অনির্দিষ্টকালের জন্য লাইটারেজ জাহাজ শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে। নদীপথে চাঁদাবাজি, ডাকাতি বন্ধ, লক্ষ্মীপুরে নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করা ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে লাইটারেজ শ্রমিকরা শনিবার সকালে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়। মেঘনা নদীর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহ নামক এলাকায় শানিবার ভোরে মালবাহী কার্গো জাহাজে ডাকাতি ও মাস্টারসহ ১১ কর্মচারী অপহরণের ঘটনা ঘটে। এদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। এখনও ৮ জন অপহৃত রয়েছে। ডাকাতদের কবলে পড়া ওই জাহাজটির নাম কর্ণফুলী-৪। দেশের অভ্যন্তরীণ নৌপথে প্রায় ২ হাজার ৪০০ লাইটার জাহাজ চলাচল করে। সারা দেশে লাইটার জাহাজের শ্রমিক সংখ্যা প্রায় ২ লাখ। যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-চট্টগ্রাম : নৌ শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে সকাল থেকে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে পণ্য উঠানো নামানো ও লাইটারেজ জাহাজ চলাচল বন্ধ রেখেছে নৌযান শ্রমিকরা। তারা জানিয়েছে, নিখোঁজ শ্রমিকদের না পাওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক খোরশেদ আলম জানান, নদীপথে জাহাজে একের পর ডাকাতি, চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে। থানায় গেলে পুলিশ জিডি পর্যন্ত নেয় না। ইতিমধ্যে নৌযান শ্রমিকদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো সুরাহা মেলেনি। শনিবার ভোর রাতেও একটি জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। তাই সারা দেশে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। নৌযান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তাহের জানান, শ্রমিকদের নিরাপত্তার দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। আন্দোলনকারী শ্রমিকরা সকাল থেকে নগরীর মাঝিরঘাট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে। শ্রমিকদের এ কর্মবিরতিতে সকাল থেকে সারা দেশে জাহাজে অভ্যন্তরীণ পণ্য পরিবহন বন্ধ হওয়ার পাশাপাশি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বড় জাহাজ থেকে পণ্য খালাসের কাজও বন্ধ হয়ে গেছে।চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম সারওয়ার জানান, ঘটনার বিষয়ে আমাদের কিছু জানা নেই। বহির্নোঙরে শুক্রবারও কাজ হয়েছে। সকালেও কাজ শুরু করেছিল শ্রমিকরা।মংলা : নৌপরিবহন ধর্মঘটে মংলাবন্দরের দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের খালাস বোঝাই কাজ বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে মংলাবন্দরে অবস্থানরত জাহাজ থেকে পণ্য বোঝাই খালাস কাজ হলেও বন্ধ রয়েছে পণ্য পরিবহনের কাজ। অনির্দিষ্টকালের ডাকা পরিবহন ধর্মঘটের কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। বরাদরের পশুর চ্যানেল ও বহির্নোঙরে ৭টি বাণিজ্যিক জাহাজ রয়েছে। এসব জাহাজের গায়ে থাকা লাইটারগুলো দুপুরের মধ্যেই নদীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শ্রমিকরা ধর্মঘট পালন করছে।লক্ষ্মীপুর ও রামগতি : শনিবার ভোরে লক্ষ্মীপুরের রামগতির চর আবদুল্লাহ এলাকায় কর্ণফুলী এমভি-৫ নামে একটি মালবাহী জাহাজে জলদস্যুরা হামলা করে। এসময় মাস্টার মো. মুক্তিসহ ৮ স্টাফকে অপহরণ করে নিয়ে যায়। পরে শনিবার সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাত্তিরখালের ঘাটে জাহাজটি ভেসে এলে পুলিশ জাহাজের একটি কেবিন থেকে ৩ কর্মচারীকে উদ্ধার করে।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, খবর পেয়ে জাহাজের কেবিনে অবরুদ্ধ থাকা অবস্থায় দু’জন ও মেঘনা নদীর পাড় থেকে জাহাজের অপর এক শ্রমিককে উদ্ধার করা হয়। এ সময় জাহাজ থেকে রক্তমাখা কিছু আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি ডাকাতি না অভ্যন্তরীণ কোন্দল তা খতিয়ে দেখা হচ্ছে। অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে। জাহাজে থাকা ১৪ হাজার বস্তা সার অক্ষত রয়েছে।আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে ধর্মঘট পালন করছে নৌ শ্রমিকরা। শনিবার সকাল থেকে আশুগঞ্জ বন্দরে সব ধরনের পণ্য খালাস ও পরিবহন বন্ধ রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুগঞ্জ নৌবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

No comments

Powered by Blogger.