কাশ্মীরে ভুল করে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী

ভারতের সেনাবাহিনী গোলযোগপূর্ণ ভারত শাসিত কাশ্মীরে ভুল করে চলতি সপ্তাহে দুই বালককে হত্যার কথা স্বীকার করেছে। এটি সশস্ত্র বাহিনীর প্রকাশ্যে ভুল স্বীকারের একটি বিরল ঘটনা। সোমবার শ্রীনগরের উপকণ্ঠে এ ঘটনা ঘটে। সৈন্যরা একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে ওই দুই কিশোর নিহত ও অপর একজন গুরুতর আহত হয়। খবর এএফপির। শুক্রবার রাতে শ্রীনগরে সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রধান ডিএস হুদা সাংবাদিকদের বলেন, কাশ্মীরে দুই বালকের মৃত্যুর দায়িত্ব স্বীকার করছি। লেফটেন্যান্ট জেনারেল হুদা আরো বলেন, আমরা আমাদের ভুল স্বীকার করছি। একটি সাদা গাড়িতে সন্ত্রাসী রয়েছে বলে আমাদের কাছে তথ্য ছিল। এই ঘটনাটি অবশ্যই ভুলক্রমে ঘটেছে। হুদা এই ঘটনার তদন্তের প্রতিশ্র“তি দিয়েছেন। সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এই তদন্ত পরিচালনা করা হবে। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্ত করা হয়।

No comments

Powered by Blogger.