ইবোলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার

ইবোলার প্রকোপ একটু একটু করে কমে শুরু করলেও এখনো লড়ছে মৃতের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৪ হাজার ৯৫০। তবে জাতিসংঘের তরফ থেকে জানানো হয়েছে, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে পরিস্থিতি কিছুটা আয়ত্তের মধ্যে এসেছে। একদিনে ইবোলায় মৃতের সংখ্যা ১৩২। ইবোলা বিপর্যস্ত দেশগুলির প্রতিবেশী রাজ্যগুলিতে ক্রমাগত বাড়ছে ইবোলা আক্রান্তের সংখ্যা। ‘হু’-এর কর্মকর্তারা জানিয়েছেন, যেসব দেশে এখনও এই রোগের হানা হয়নি এখানে উপযুক্ত সতর্কতা নেওয়া উচিত। যাতে আর এই রোগ ছড়াতে না পারে। আক্রান্ত দেশগুলিতে খাবার, জ্বালানি ও চিকিৎসার জিনিসপত্র পাঠাবোর জন্য বিভিন্ন দেশের কাছে আবেদন জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.