‘রায়ের কপি পেলেই মৃত্যু পরোয়ানা জারি করবে ট্রাইব্যুনাল ’

আপিল বিভাগ থেকে রায়ের কপি পেলেই ট্রাইব্যুনাল কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করবে বলে জানিয়েছেন এ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। তবে তা সংক্ষিপ্ত না পূর্ণাঙ্গ কপি ট্রাইব্যুনালে পাঠাবে- তা আপিল বিভাগের ওপরই নির্ভর করছে বলে তিনি জানান। রোববার নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ট্রাইব্যুনালের রায় বহাল রয়েছে, নাকি রদবদল হয়েছে- সেটা আপিল আদালতের রায় পৌঁছালে ট্রাইব্যুনাল জানতে পারবে। এরপর ট্রাইব্যুনাল কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করবে। তিনি বলেন, আমি আগে বলেছি, একটা সংক্ষিপ্ত অর্ডারেই চলবে। এখন আপিল বিভাগ যদি মনে করেন, তারা শর্ট অর্ডার পাঠাবেন না, পূর্ণ আদেশই পাঠাবেন। তাহলে সেটা তাদের বিষয়। এর অগে গত ৩রা নভেম্বর আপিল বিভাগ জামায়াত নেতা কামারুজ্জামানকে প্রদত্ত ট্রাইব্যুনালের মৃত্যুদ- রায় বহাল রাখে। এরপরে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, দ- কার্যকরে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপির প্রয়োজন নেই। তার সঙ্গে একমত প্রকাশ করেন আইনমন্ত্রী আনিসুল হকও। এমনকি তিনি মৃত্যুদ- কার্যকরে কারা কর্তৃপক্ষকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন চূড়ান্ত রায়ের কপি পাওয়ার পরে তারা রিভিউ আবেদন করবেন। এরপর কামারুজ্জামান সিদ্ধান্ত নেবেন তিনি প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা। এরকম অস্পষ্ট পরিস্থিতিতে যে কোন সময় কামারুজ্জামানের দ- কার্যকর হয়ে যেতে পারে বলে গুঞ্জন তৈরি হয়।

No comments

Powered by Blogger.