ভারতে অভিনব প্রতিবাদ হাজারো মানুষের চুমু

নৈতিকতার নামে প্রেমিক-প্রেমিকা বা প্রণয়ী দম্পতিদের ওপর জুলুম চালানোর প্রতিবাদে ভারতের কেরালা রাজ্যের শহর কোচিতে হাজার হাজার নারী-পুরুষ গতকাল প্রকাশ্যে ‘ভালবাসার চুম্বনে’ আবদ্ধ হয়েছেন। এ খবর দিয়েছে বিবিসি। এতে আরও বলা হয়, অভূতপূর্ব এ ইভেন্টের নামকরণ করা হয়েছে ‘কিস অব লাভ’,  যাতে রোববার সন্ধ্যায় কোচির মেরিন ড্রাইভে প্রণয়ীরা পরস্পরকে চুমু খেয়েছেন একে অন্যের হাত ছুঁয়ে। অন্য কোনভাবে ভালবাসার প্রকাশ দেখিয়েছেন। কয়েক দিন আগে কোঝিকোড়ের একটি ক্যাফেতে যুবক-যুবতীরা অশালীন কাজকর্ম চালাচ্ছে- এই অভিযোগে সেখানে হামলা ও ভাঙচুর চালানো হয়। অভিযোগ করা হয়েছে, দেশের ক্ষমতাসীন দল বিজেপির যুব শাখা ভারতীয় যুব জনতা মোর্চার সদস্যরাই এই হামলার পেছনে ছিল। কোচির সমুদ্রতটে চুমুর এই অভিনব আয়োজনের প্রতি সংহতি জানিয়ে ভারতের নামজাদা শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি মুম্বইয়ের একদল ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাও অনুরূপ প্রয়াশে সামিল হন। কেরালা রাজ্যের পুলিশ অবশ্য জানিয়েছে, তারা কোচিতে কিস অব লাভ ইভেন্টের জন্য কোন অনুমতি দেয়নি। বস্তুত কয়েক দিন ধরেই ফেসবুক বা টুইটারের মতো সোশ্যাল মিডিয়াতে ‘কিস অব লাভে’ সামিল হওয়ার জন্য তুমুল প্রচার চালানো হয়েছে। কোঝিকোড়ের ওই ঘটনার প্রতিবাদ জানানোর সূত্রেই কিস অব লাভ ইভেন্টের অবতারণা, যার উদ্যোক্তোরা বলছেন- ভালবাসার ওপর জুলুম ঠেকাতেই তারা এই শান্তিপূর্ণ প্রতিবাদের পথ বেছে নিয়েছেন। কিস অব লাভ ইভেন্ট নিয়ে কেরালার রাজনৈতিক বিতর্কও তুঙ্গে উঠেছে। কেউ কেউ একে সমর্থন জানালেও অনেকেই এর বিরোধিতাও করছেন।

No comments

Powered by Blogger.