বদি বরণে ১০০০ গাড়ির শোডাউন, ২ শতাধিক তোরণ

বরের মতই বরণ করা হলো কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) এর বহুল আলোচিত সরকার দলীয় এমপি আবদুর রহমান বদিকে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ১৮ দিন কারাভোগ শেষে গত ৩০ অক্টোবর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আজ কক্সবাজার আসেন তিনি। তাকে বরণ করতে  বিশাল গাড়ীর বহর নিয়ে বিমানবন্দরে উপস্থিত হন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। প্রায় ১০০০ গাড়ীর বিশাল বহর নিয়ে বিমানবন্দরে উপস্থিত হন কর্মী-সমর্থকরা। এসময় বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এমপি বদি। বলেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তিনি জনতার মাঝে ফিরে এসেছেন। সেখান থেকে রওনা দেন  নিজের বাড়ী টেকনাফের দিকে। পথিমধ্যে উখিয়ার মরিচ্যা, উখিয়ার সদর ষ্টেশন, পালংখালী ষ্টেশন, টেকনাফের হ্নীলা ও টেকনাফ ষ্টেশনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন। আর তার এই আগমনকে কেন্দ্র করে পথে পথে তৈরী করা হয় ২ শতাধিক তোরণ।  কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া-টেকনাফের অংশের ৬০ কিলোমিটার এলাকাজুড়ে তৈরী করা হয় এসব তোরণ। উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আদিলউদ্দিন চৌধুরী জানান, এমপি বদিকে অভ্যর্থনা জানানোর জন্য উখিয়ার বিভিন্ন অংশে দলীয়ভাবে প্রায় ১০০টি তোরণ ও ৫টি মঞ্চ তৈরী করা হয়েছে। এছাড়া অনেকে ব্যক্তিগতভাবেও তোরণ তৈরী করেছেন। তিনি জানান, উখিয়ার আওয়ামীলীগ নেতারা নিজ নিজ এলাকায় রাস্তায় অবস্থান করে এমপি বদিকে অভ্যর্থনা জানান। বদির সম্মানে টেকনাফেও শতাধিক তোরণ তৈরী করা হয়েছে।। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক  মোহাম্মদ আলী জানান, গত বছরের ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা উখিয়া সফরে এসে দলীয় জনসভায় ভাষণ দিয়েছিলেন। কিন্তু তাঁকে (শেখ হাসিনাকে) স্বাগত জানিয়ে তখন উখিয়া-টেকনাফে এত তোরণ হয়নি।

No comments

Powered by Blogger.