ইইউর সদস্যপদ হারাতে পারে ব্রিটেন : মার্কেল

অভিবাসী নীতি সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে সতর্ক করে দিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, এ ধরনের নীতি গ্রহণ করলে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদও হারাতে পারে ব্রিটেন। জার্মানের সাপ্তাহিক পত্রিকা ডার স্পিগেল এ তথ্য জানিয়েছে।
জার্মান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে ছিটকে পড়ার সম্ভাবনা খুব প্রবল। এ বিষয়টিতে প্রথমবারের মতো খুব উদ্বিগ্ন মার্কেল।
ইউরোপীয় ইউনিয়নবিরোধী সংগঠন ইউকে ইন্ডিপেনডেন্স পার্টির অব্যাহত চাপে আগামী ২০১৫ সালের নির্বাচনকে সামনে রেখে ক্যামেরন ঘোষণা করেছেন, ‘আবার নির্বাচিত হলে ক্যামেরন সরকার বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসী সংখ্যা কমিয়ে আনবে।’

No comments

Powered by Blogger.