২ হাজার বছরের পুরনো সভ্যতার সন্ধান

দুই হাজার বছরের পুরনো সভ্যতার খোঁজ মিলেছে উত্তর মেক্সিকান শহরে। টিয়োটিহকান ছিল ব্যস্ত শহর প্রাগ কলোম্বিয়া যুগে। খ্রিষ্টপূর্ব ১০০ সালে মেক্সিকান সভ্যতার উত্থান হয়। ৭৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত টিয়োটিহকান ছিল মেক্সিকোর প্রাণকেন্দ্র। এখানে প্রায় এক লাখ ২৫ হাজার মানুষের বসবাস ছিল। মনে করা হতো ওই সময় পৃথিবীর ষষ্ঠতম বড় শহর ছিল টিয়োটিহকান। সে ক্ষেত্রে এই খননকাজকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সার্জিও গোমেজ ও তার দল প্রায় ৩৪০ ফুট লম্বা গুহার শেষ প্রান্তে খননকাজ চালাচ্ছেন। উদ্ধার হয়েছে বিভিন্ন মূর্তি, দানা, মাটির পাত্র, সামুদ্রিক খোলক। সব থেকে বিস্ময়কর, ৫৯ ফুট ভেতরে পাওয়া গেছে প্লামড সার্পেন্টের মন্দির। প্রত্নতত্ত্ববিদেরা মনে করছেন, শহরে অভিজাত পরিবারের সমাধিক্ষেত্র হলো এই মন্দির। সূত্র : জি নিউজ।

No comments

Powered by Blogger.