বোরকা নিষিদ্ধের পক্ষে আফগান ফার্স্টলেডি

আফগানিস্তানের নতুন মুক্তমনা ফার্স্টলেডি রুলা ঘানি (৬৬) বোরকা নিষিদ্ধের পক্ষে মত ব্যক্ত করেছেন। নিকাব পরে সমগ্র মুখমণ্ডল ঢেকে রাখাকে ?ঘোড়ার ঠুসি পরার মতো বলে মন্তব্য করেন তিনি। ফ্রান্সের বিতর্কিত বোরকা নিষিদ্ধ আইনেরও প্রশংসা করেন রুলা। রোববার এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে রুলা ঘানি এসব কথা বলেন। রুলা ঘানি বলেন, পাবলিক প্লেসে আপদমস্তক ঢেকে চলাফেরা নারীর জন্য অমর্যাদাকর। এতে চলতে বা দেখতে অসুবিধা হয়। তবে ধর্মীয় কারণে কেউ চাইলে স্কার্ফ বা হিজাব পরতে পারেন। তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন পশ্চিমা সংস্কৃতিতে থাকলেও সেখানে সুন্দর পারিবারিক জীবন পাইনি। অথচ এদেশে ২৫ বছর ধরে গৃহযুদ্ধ চললেও এখানকার পারিবারিক বন্ধন অত্যন্ত দৃঢ়। আমি আফগানিস্তানের বর্তমান সামাজিক কাঠামো পরিবর্তন করতে চাই না।
বরং নারীদের জীবনমানের উন্নয়ন ঘটাতে চাই। রক্ষণশীল আফগানিস্তানে নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানির স্ত্রী রুলা ঘানি। এবারই প্রথম দেশটির ঐতিহ্য ভেঙে প্রেসিডেন্টের স্ত্রীকে জনসমক্ষে আনা হয়। নেতার স্ত্রীদের লোকচক্ষুর আড়ালে থাকার প্রথা ভেঙে আশরাফ ঘানির নির্বাচনী প্রচারণায় অংশ নেন রুলা। রুলার আগের ফার্স্ট লেডি জিনাত কারজাই ১৩ বছরে কখনো জনসম্মুখে আসেননি। রুলা ঘানি লেবাননের একটি খ্রিস্টান পরিবারে জন্ম নিয়ে বড় হয়েছেন আমেরিকায়। ১৯৭০-এর দিকে বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে একসঙ্গে পড়াশোনার সময় আশরাফ ঘানির সঙ্গে তার পরিচয় ঘটে।

No comments

Powered by Blogger.