‘দেশের মানুষ পরিবর্তন চায়’ -খালেদা জিয়া

দেশের মানুষ এখন পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিরোধী জোট নেতা  ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  বলেছেন, আপনারা দেখেছেন নীলফামারী, নাটোর ও কিশোরগঞ্জ জনসভায় কত লোক হয়েছে। এসব জনসভা একটির চেয়ে আরেকটি বড় হয়েছে। এ থেকে বোঝা যায় দেশের মানুষ বিএনপি পক্ষে আছে। সরকারের পক্ষে নেই। সারা পরিবর্তন চায়। গত রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বগুড়া জেলা বিএনপি আয়োজিত তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ‘অকুতোভয় দেশনায়ক’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, দেশ এখন গুম-খুনের আতঙ্কে রয়েছে। কেউ নিরাপদ নয়। পরিবারের সবাই আতঙ্কে দিনযাপন করছে। স্বজনরা বাইরে থেকে ঘরে ফিরে আসবে কিনা এ নিয়ে কেউ নিশ্চিত নয়। মানুষ সরকারের এ নিপীড়ন নির্যাতন থেকে রক্ষা পেতে চায়। এই অবস্থা থেকে মুক্তি পেতে পরির্বতন আনবে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে পতন আন্দোলনে নামতে হবে। বইটির সম্পাদনা করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। প্রকাশনা করেছেন বগুড়া জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিয়ষক সম্পাদক মেহেদী হাসান হিমু । অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন।

No comments

Powered by Blogger.