ইউনিলিভারের সিইও পল পোলম্যানের বাংলাদেশ সফর

ইউনিলিভার পিএলসির সিইও পল পোলম্যান বিশ্বব্যাপী ইউনিলিভার মার্কেট নিয়মিত সফরের অংশ হিসেবে ২৬ থেকে ২৭ নভেম্বর বাংলাদেশ সফর করেন। তার সঙ্গে ছিলেন সাউথ এশিয়া অঞ্চলের অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব মেহতা। ইউনিলিভার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান কামরান বাকার এবং ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে ব্যবসায়িক কৌশল ও উন্নতির সুযোগ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন পোলম্যান। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর। এ সফরের দ্বারা ফুটে ওঠে বাংলাদেশের প্রতি ইউনিলিভারের দৃঢ় অঙ্গীকার। ইউনিলিভার বাংলাদেশ ধারাবাহিকভাবে প্রতিবছর প্রবৃদ্ধি অর্জনকারী এবং দেশের অন্যতম সর্বোচ্চ করদাতা একটি প্রতিষ্ঠান। এই সফরে পল ইউনিলিভার বাংলাদেশের কর্র্মকর্তাদের সামনে ইউনিলিভারের কৌশল এবং বিশ্বব্যাপী ইউনিলিভারের ব্যবসার প্রবৃদ্ধিতে বাংলাদেশের মতো মার্কেটের ইতিবাচক অবদানের কথা উল্লেখ করেন। দেশের বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়িক নেতারা, উন্নয়ন অংশীদার, সরকারী কর্মকর্তাসহ অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। এ সফর প্রসঙ্গে পল পোলম্যান বলেন, ‘আমি দ্বিতীয়বার বাংলাদেশে আসতে পেরে খুবই আনন্দিত। এই সফর ছিল আমার জন্য খুবই অনুপ্রেরণাদায়ক।’ তিনি আরও বলেন, ইউনিলিভারের সাসটেইন্যাবল লিভিং প্ল্যান বাস্তবায়ন করতে ইউনিলিভার বাংলাদেশ তার অঙ্গীকার পালন করতে পেরেছে। বাংলাদেশের লাখ লাখ মানুষের সামনে ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ডগুলো ইতিবাচক প্রভাব রাখতে পেরেছে জেনে তিনি খুবই আনন্দিত। সংবাদ বিজ্ঞপ্তি।

No comments

Powered by Blogger.