মৃত ব্যক্তির মৃত্যুদণ্ড

মৃত্যুর এক বছর পর বিনোদ বিহারি চৌধুরী নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। ৬ বছরের শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগে বিনোদ বিহারির বিরুদ্ধে বুধবার এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম। দণ্ডিত বিনোদ বিহারি বাঁশখালী উপজেলার বাণীগ্রামের হরিরঞ্জন চৌধুরীর ছেলে। মামলা দায়ের পর পলাতক থাকাবস্থায় এক বছর আগে তার মৃত্যু হয়। রায় ঘোষণার পর আদালত মৃত্যুর বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট থানা পুলিশকে আসামির মৃত্যুর বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ১৩ জানুয়ারি বাঁশখালী উপজেলার বাণীগ্রামের সমীর কান্তি দের শিশুপুত্র রাজেশকে (৬) প্রতিবেশী বিনোদ বিহারি অপহরণের পর দুর্গম পাহাড়ে নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করে। ১৫ জানুয়ারি শিশুটির বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন। ১ অক্টোবর চার্জশিট দাখিল করে পুলিশ। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি জেসমিন আক্তার জানান, পুলিশ আসামির মৃত্যুসংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল না করায় বিষয়টি সম্পর্কে আদালত অবগত ছিলেন না।

No comments

Powered by Blogger.