ভালো গল্পের ছবিতে অভিনয় করব

*অভিনয় নিয়ে আপনার ব্যস্ততা?
**একটি খণ্ডনাটকের কাজ শেষ করেছি। উত্তরার বিভিন্ন লোকেশনে সারাদিন শুটিং করেছি। আরও নতুন নাটক নিয়ে কথা চলছে। সামনে শুটিং করব।
*পর্দায় আপনাকে কম দেখা যায় কেন?
**অভিনয় একটু কম করি। বেশি কাজ না করে, ভালো কাজ কম করা ভালো। যে কয়টি নাটক করব তা দর্শকদের মনে জায়গা পাবে, এমন আশা নিয়ে অভিনয় করি।
*ধারাবাহিকে উপস্থিতি একেবারে নেই বললেই চলে?
**ধারাবাহিকের গল্প যেভাবে শুরু হয়, মাঝপথে তা হারিয়ে যায়। তাই কাজ করতে ভালো লাগে না। তবে কাজ করব না, তা বলছি না। ভালো গল্প পেলে
অবশ্যই করব।
*বিজ্ঞাপনের খবর কি?
**একটি ফ্রিজের বিজ্ঞাপন প্রচার হচ্ছে। ভালো সাড়া পাচ্ছি। বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতে চাই। কিছু কাজের অফার পেয়েছি। একটু চিন্তা করছি করব
কি না।
*চলচ্চিত্রে অনিয়মিত কেন?
**বড়পর্দায় কাজ করা আমার একটি স্বপ্ন ছিল। কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ও করেছি। এরমধ্যে নতুন কিছু কাজের প্রস্তাব পেয়েছি। পছন্দ না হওয়ায় তা ফিরিয়ে দিয়েছি।
*কোন কারণে বড়পর্দার প্রস্তাব ফিরিয়ে দিলেন?
**যেসব পাণ্ডুলিপি আমি পেয়েছি, সব একই ধরনের। চলচ্চিত্রে একই কাহিনী বারবার নির্মাণ করা হচ্ছে। কোনো পরিবর্তন নেই। তাই কাজ করিনি।
বিএম ইমরান

No comments

Powered by Blogger.