নেতানিয়াহু ফালতু লোক : আমেরিকা

আমেরিকান কর্মকর্তারা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফালতু লোক হিসেবে অভিহিত করছেন। দুই দেশের মধ্যকার সম্পর্কে মারাত্মক সঙ্কট সৃষ্টির প্রেক্ষাপটে এ খবর প্রকাশ করেছে দি আটলান্টিক। আটলান্টিক পত্রিকা জানায়, ওবামা প্রশাসনের কর্মকর্তারা এখন প্রকাশ্যেই ইসরাইলি নেতাদের সম্পর্কে ভয়াবহ বিরূপ মন্তব্য করছেন। বিশেষ করে নেতানিয়াহু সম্পর্কে তাদের কোনোই শ্রদ্ধাবোধ নেই। এক কর্মকর্তা তো নেতানিয়াহুকে ফালতু লোক (চিকেনশিট, মুরগির বিষ্ঠা) হিসেবে প্রকাশ্যে অভিহিত করেছেন। নির্বাচনে পরাজয়ের কারণ হতে পারে- এই আশঙ্কায় তিনি ফিলিস্তিনি ও আরবদের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়তে দ্বিধায় থাকার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, নেতানিয়াহু তার ক্যারিয়ার নিয়ে এত দুর্ভাবনায় আছেন যে তিনি যুদ্ধ শুরু করতেও ভয় পাচ্ছেন। নেতানিয়াহু পূর্ব জেরুসালেমে নতুন করে এক হাজার ইহুদি বসতি গড়ে তোলার ঘোষণা করার প্রেক্ষাপটে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন করে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র মনে করে, এটা শান্তিপ্রতিষ্ঠার পরিপন্থী।

সূত্র : টাইমস অব ইসরাইল।

No comments

Powered by Blogger.