বিচিত্র ভুবন

বেলুন বসন
আমাদের দেশে মেলায় গেলে দেখা যায় বেলুনওয়ালাদের খেল।
লম্বা লম্বা বেলুন একটার সঙ্গে আরেকটা গিট্টু পাকিয়ে কত কী বানায় তারা! কখনো সাপ, কখনো জিরাফ...! বেলুনওয়ালাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই কি না কে জানে, জাপানি শিল্পী রাই হোসোকাই বেলুন দিয়ে বানিয়ে ফেলেছেন আস্ত জামা! দেখতেও ভারি সুন্দর জামাগুলো। হোসোকাইকে জামা বানাতে সাহায্য করেছেন ডিজাইনার তাকাশি কাওয়াদা। দুই শিল্পী তাঁদের এই সম্মিলিত প্রয়াসের নাম দিয়েছেন ‘ডেইজি বেলুন’। বিউটিফুললাইফ।

খুকির গাড়ি কেনা
বড়দের মুঠোফোন নিয়ে খেলতে গিয়ে ছোটরা প্রায়ই ‘অকাজ’ করে ফেলে। তবে ১৪ মাস বয়সী সোরেলা স্টোট যে কাণ্ড ঘটিয়েছে, সেটিকে কাজ না অকাজ বলবেন, তা আপনার বিবেচনা। বাবার স্মার্টফোন হাতে নিয়ে এটা-ওটা টিপেটুপে অনলাইনের মাধ্যমে আস্ত একটা গাড়ি কিনে ফেলেছে সে! বাবা পল স্টোট ব্যাপারটা জানতে পেরেছেন, যখন তাঁর কাছে অনলাইন নিলামের ওয়েবসাইট ই-বে থেকে একটি ই-মেইল এসেছে। মেইলে লেখা ছিল, ‘অভিনন্দন। আপনি সফলভাবে নিলামে ২২৫ ডলারে গাড়িটি কিনতে সক্ষম হয়েছেন।’ অস্টিন হিলে স্প্রাইট-১৯৬২ মডেলের ভাঙাচোরা এক গাড়ি। বাবা চাইলে এই অনলাইন-ক্রয়টি বাতিলও করতে পারতেন। কিন্তু পল স্টোট ঠিক করেছেন, গাড়িটি কিনবেন। ঠিকঠাক করবেন। এরপর সোরেলার ১৬তম জন্মদিনে উপহার দেবেন এই গাড়ি! ভেবে দেখুন, ২০২৮ সালের এক কিশোরী ১৯৬২ সালের একটা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে —কী দারুণ হবে ব্যাপারটা! ডেইলিমেইল।

No comments

Powered by Blogger.