ধর্মঘটে অচল কাশ্মীর, কারফিউ জারি

বিএসএফের গুলিতে সাত বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্য। কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে বিচ্ছিন্নতাবাদীদের ডাকা তিন দিনের ধর্মঘট।
এতে প্রথম দিন পুরো রাজ্য প্রায় অচল হয়ে পড়ে।
গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর রাজ্যের রম্বন জেলার গুল এলাকায় বিএসএফ ক্যাম্প ঘেরাও করে স্থানীয়রা। ধর্মীয় এক নেতার ভাইকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা শারীরিক নির্যাতন করেছে- এমন অভিযোগে ওই ক্যাম্প ঘেরাও করে তারা। এ সময় বিক্ষোভকারীরা ক্যাম্পের দিকে ইট-পাথর ছুড়লে পাল্টা গুলি ছোড়ে বিএসএফ। এতে সাত বিক্ষোভকারীর মৃত্যু হয়। আহত হয় ৩০ জন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল থেকে রাজ্যজুড়ে তিন দিনের ধর্মঘট শুরু হয়। এতে সেখানকার অধিকাংশ দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল। স্থগিত করা হয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা। তবে কোথাও বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.