ইভ টিজিং রোধে ভারতজুড়ে অভিন্ন আদেশ

ইভ টিজিং রোধে কঠোর পদক্ষেপ নিতে আদেশ জারি করেছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। গত শুক্রবার সুপ্রিম কোর্টের দুই বিচারকের সমন্বয়ে গড়া একটি বেঞ্চ এ আদেশ জারি করেন।
সে অনুযায়ী গণপরিবহনে ভ্রমণ অবস্থায় কোনো নারী ইভ টিজিংয়ের অভিযোগ করলে সংশ্লিষ্ট গাড়ির চালক গাড়িটি নিকটস্থ থানায় নিয়ে যেতে বাধ্য থাকবেন। নইলে তাঁর নিবন্ধন বাতিল করা হবে।
বর্তমানে ভারতে ইভ টিজিং রোধে কোনো অভিন্ন আইন নেই বলে জানান ওই বেঞ্চ। তাই জনসমাগমের স্থানগুলোতে নারীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দেশজুড়ে অভিন্ন আদেশ জারি করেন তাঁরা। এ আদেশে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, পাতাল রেলস্টেশন, পার্ক, থিয়েটার, বিপণি বিতান, সৈকত, উপাসনালয়সহ সব জনাকীর্ণ স্থানে সাদা পোশাকের মহিলা পুলিশ নিয়োগ করতে বলা হয়েছে। কৌশলগত জায়গাগুলোতে সিসিটিভি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইভ টিজিংয়ের অভিযোগ পাওয়ামাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত নিকটস্থ থানা কিংবা নারী সহায়তাকেন্দ্রে বিষয়টি জানাতে বলা হয়েছে। তিন মাসের মধ্যে সব শহরে নারী সহায়তাকেন্দ্র স্থাপন করতে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়াতে হয়রানির শাস্তিসংবলিত সাইনবোর্ড টাঙানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

No comments

Powered by Blogger.