পাকিস্তানে দ্বৈত নাগরিকত্ব-চার মন্ত্রীসহ ছয় এমপির পদত্যাগ

দ্বৈত নাগরিকত্বের বিষয়ে হলফনামা জমা দিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের আইনসভা থেকে ছয় সদস্য পদত্যাগ করেছেন। তাঁদের মধ্যে চারজন মন্ত্রীও আছেন। গত শনিবার তাঁরা পার্লামেন্টে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগীরা হলেন- অর্থমন্ত্রী মুরাদ আলী শাহ, কারিগরি শিক্ষা ও খনিজবিষয়কমন্ত্রী সাদিক আলী মেমন, তথ্য-প্রযুক্তিমন্ত্রী রাজা হারুন ও ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ আলী শাহ। বাকি দুই এমপি হলেন আবদুল মোয়িদ সিদ্দিকি ও আসকারি তাকভি।
গত ১২ নভেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশন সিন্ধুর প্রাদেশিক পার্লামেন্ট সদস্যদের ৩০ নভেম্বরের মধ্যে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে হলফনামা (ইসিপি) জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বেশ কয়েকজন হলফনামা জমা দিতে ব্যর্থ হন। তাঁদের মধ্যে ওই ছয়জনও আছেন।
পাকিস্তানে সুপ্রিম কোর্টের জারি করা আদেশ অনুযায়ী, দ্বৈত নাগরিকত্ব থাকা কোনো ব্যক্তি সরকারি কিংবা সামরিক কোনো পদে থাকতে পারবেন না। এমনকি তাঁরা পার্লামেন্ট নির্বাচনেও প্রার্থী হতে পারবেন না। সূত্র : ডন, ট্রিবিউন।

No comments

Powered by Blogger.