শ্রীলঙ্কার প্রধান বিচারপতির অভিশংসন শুনানি শুরু

শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকের অভিশংসন শুনানি গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। সর্বোচ্চ আদালতের অনুরোধ উপেক্ষা করেই পার্লামেন্টারি সিলেক্ট কমিটি (পিএসসি) শুনানি শুরু করেছে। পরবর্তী শুনানি হবে ৪ ডিসেম্বর।
প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সরকার গত বছর শিরানিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়। দেশের ইতিহাসে তিনিই প্রথম প্রধান নারী বিচারপতি। চলতি মাসের প্রথম দিকে তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অসদাচরণসহ ১৪টি অভিযোগ আনা হয়। যদিও শিরানি সব অভিযোগ অস্বীকার করেছেন।
১১ সদস্যের পিএসসির সামনে গতকাল প্রায় তিন ঘণ্টা ধরে শুনানি চলে। বিরোধী দলের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য এএফপিকে জানান, প্রধান বিচারপতির অভিশংসন স্থগিত করতে সুপ্রিম কোর্ট পিএসসির কাছে আবেদন করেছিলেন। তবে পিএসসির সদস্যরা এ অনুরোধ উপেক্ষা করেই অভিশংসন শুনানি শুরু করেছেন।
মানবাধিকার গোষ্ঠীগুলোও প্রধান বিচারপতির অভিশংসন শুনানির সমালোচনা করেছে। তাদের মতে, প্রেসিডেন্ট রাজাপাকসে তাঁর ক্ষমতা আরো দৃঢ় করতেই এ কাজ করেছেন। সূত্র : এএফপি, বিবিসি।

No comments

Powered by Blogger.