মেক্সিকোর নাম পরিবর্তনের প্রস্তাব

মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ কালদেরন দেশের নাম পরিবর্তন করতে চান। এ-সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে উত্থাপন করবেন বলেও তিনি জানিয়েছেন। সাংবিধানিক নাম ইউনাইটেড স্টেটস অব মেক্সিকোর বদলে তিনি দেশের নাম শুধু মেক্সিকো রাখার প্রস্তাব দিয়েছেন।
কালদেরনের মেয়াদ শেষ হওয়ার আর মাত্র আট দিন বাকি আছে। আগামী ১ ডিসেম্বর তাঁর মেয়াদ শেষ হবে। এর আগে গত বৃহস্পতিবার তিনি দেশের নাম পাল্টানোর কথা বলেন। তিনি বলেন, বিদেশি শক্তির অনুকরণ করার কোনো প্রয়োজন নেই মেক্সিকোর। এক সংবাদ সম্মেলনের কালদেরন বলেন, 'আমাদের দেশের নামের জন্য অন্য কোনো দেশের অনুকরণ করার প্রয়োজন নেই। এ দেশের নাম মেক্সিকো হওয়াই উচিত।'
মধ্য আমেরিকার নাওয়ান আদিবাদী গোষ্ঠীর ভাষা নাওয়াতিতে মেক্সিকো শব্দের অর্থ চাঁদের নাভি (বেলি বাটন অব দ্য মুন)। নাম পরিবর্তন প্রসঙ্গে কালদেরন বলেন, 'আমাদের পিতৃভূমির জন্য একটি সুন্দর ও সাধারণ নাম রাখার সময় হয়েছে। মেক্সিকো এমন একটি নাম, যা নিয়ে আমরা গুনগুন করি, গান গাই। এটা আমাদের খুশি করে এবং এ নাম উচ্চারণ করে আমরা গর্ববোধ করি।'
১৮২১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পরও মেক্সিকোর লোকজন তাদের দেশকে মেক্সিকান সাম্রাজ্য বলে পরিচয় দিত। স্বাধীনতার তিন বছর পর মেক্সিকোর প্রথম কেন্দ্রীয় সংবিধান গৃহীত হয়। ওই সংবিধানেই দেশের নাম পরিবর্তন করে ইউনাইটেড স্টেটস অব মেক্সিকো রাখা হয়। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.