পদ্মা সেতু: আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে বৈঠকে বিশ্বব্যাংক বোর্ড

কাউসার মুমিন, নিউ ইয়র্ক থেকে : পদ্মা সেতু প্রকল্প পুনর্বিবেচনার জন্য বিশ্বব্যাংকের বেঁধে দেয়া চারটি শর্ত পূরণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ গভীরভাবে পর্যবেক্ষণ করেছে বিশ্বব্যাংক। এখন শুধু একটি ইতিবাচক সিদ্ধান্ত নেয়ার পালা। এ বিষয়ে ওয়াশিংটন সফররত বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার পর করণীয় নির্ধারণে গতকাল সকাল এগারোটায় অনুষ্টিত বোর্ডের নিয়মিত বৈঠকে আলোচনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি, দিনের শেষ কর্মঘন্টায় আরেকটি বৈঠক অনুষ্টিত হবে এবং এ বৈঠকে পদ্মাসেতু বিষয়ে ব্যাংকের অবস্থান চূড়ান্ত হবে বলে ওয়াশিংটনে বিশ্বব্যাংক সূত্রে জানা গেছে। এদিকে ওয়াশিংটনস্থ বাংলাদেশের রাষ্ট্রদূতের বরাতে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ‘পদ্মা সেতু প্রকল্পে অবশেষে অর্থায়নে রাজী বিশ্ব ব্যাংক’ শীর্ষক প্রতিবেদন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক কম্যুনিকেশন্স ম্যানেজার এঞ্জেলা ওয়াকার এ প্রতিনিধিকে জানান, ‘এ বিষয়ে এখন পর্যন্ত ব্যাংকের কোনো আনুষ্টানিক সিদ্ধান্ত হয়নি, তবে আজ দিনের শেষ বৈঠকের পর বিশ্বব্যাংকের সিদ্ধান্ত বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

No comments

Powered by Blogger.