২১ মাস পর ২০ বাংলাদেশি পা রাখলেন দেশের মাটিতে

স্টাফ রিপোর্টার : আফ্রিকার দেশ তানজানিয়ার কারাগারে ২১ মাস আটক থাকা পর ২০ বাংলাদেশি  অবশেষে দেশে ফিরেছেন। দালালদের প্রতারণার শিকার হয়ে তারা দীর্ঘ দিন কারাভোগের পর দেশে ফেরেন। আজ ভোর সাড়ে ৪ টায় তার্কিশ এয়ারলাইনসের টিকে-৬০৪ নামের একটি বিমানে করে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সন্ধ্যা থেকেই তাদের স্বজনারা বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন। সরকারের পক্ষে এসময় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের য্গ্মু সচিব সন্তোষ কুমার অধিকারী উপস্থিত থেকে তাদের গ্রহণ করেন। দেশে ফেরা বাংলাদেশিরা হলেন, সিলেট বিয়ানীবাজারের শাহীদ আহমদ, নরসিংদী সদরের কাবিল মিয়া, রমজান মিয়া, ফজলুল হক, বিল্লাল, একই জেলার পলাশ থানার মাসুম মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার কসবার আলী নুর, কুমিল্লা তিতাসের আনিস খান, গাজীপুর কাপাসিয়ার রাসেল, মানিকগঞ্জ সাটুরিয়ার কালা চাঁন ও বিল্টু মিয়া, সদর থানার জাহিনুর রহমান, টংগী বাড়ির অহিদ হাওলাদার, নোয়াখালী সদরের আলা উদ্দিন,একই জেলার সেনবাগের আবু নাসের আরজু, শরীয়তপুর সদরের ফারুক হাওলাদার, বরগুনার আমতলীর মো. জামাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার সদরের এনামুল হক, আব্দুল মালেক ও হেলাল উদ্দিন। এর মধ্যে হেলাল উদ্দিন দালালদের নেতা হওয়ায় তাকে বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে বলে যুগ্ম সচিব সাংবাদিকদের জানিয়েছেন। দালালরা ২০১১ সালের ১৮ই জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় ভালো বেতনে চাকরি দেয়ার কথা বলে তাদেরকে উগান্ডায় নিয়ে যায়। কিন্তু উগান্ডা থেকে পায়ে হেঁটে শত শত মাইল পাড়ি দিয়ে কেনিয়া ও তানজানিয়ার সীমান্তে পৌঁছলে পুলিশ তাদের গ্রেফতার করে। এরপর তানজানিয়ার দারুস সালাম ও মাতোয়ারা জেলে তাদেরকে আটক রাখা হয়। এদের মধ্যে একজন হলেন মানিক গঞ্জের জাহিনুর রহমান। তিনি এক পাকিস্তানের মাধ্যম পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন কার্যক্রম নামের একটি সংগঠনের তাদের মানব প্রচার প্রতিরোধ কর্মসূচীর আওতায় আটকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সরকারকে সহযোগিতা করে। জানান, সংগঠনটির প্রকল্প পরিচালক আল আমিন জানান। সকাল ৫টায় তাদের আত্মীয়-স্বজনরা তাদেরকে গ্রহণ করতে ঢাকার বিমানবন্দরে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

No comments

Powered by Blogger.