ব্যঙ্গচিত্র বিতর্ক-পশ্চিমবঙ্গ সরকারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ-টাকা দিয়ে রায় কেনা হচ্ছে : মমতা

ইন্টারনেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ব্যঙ্গচিত্র (কার্টুন) ছড়ানোর অভিযোগে গ্রেপ্তারকৃত দুজনকে ক্ষতিপূরণ দিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন। গত ১৯ এপ্রিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রসহ তাঁর প্রতিবেশী সুব্রত রায়কে ব্যঙ্গচিত্র ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ।


ঘটনাটিকে স্বতঃপ্রণোদিত হয়ে আমলে নিয়ে অম্বিকেশ ও সুব্রত প্রত্যেককে ৫০ হাজার রুপি দিতে মমতা সরকারকে নির্দেশ দিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন।
তবে মুখ্যমন্ত্রী মমতা এ রায় প্রসঙ্গে বলেন, ভারতের বিচারকরা এখন টাকার বিনিময়ে রায় দিচ্ছেন।
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অশোক কুমার গাঙ্গুলীর নেতৃত্বে কমিশন গত সোমবার এ নির্দেশ দেয়। এর পাশাপাশি এ ঘটনায় জড়িত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করেছে কমিশন। ক্ষতিপূরণের অর্থ দিতে সরকারকে ছয় সপ্তাহের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, সরকার হয়তো রায়ের বিষয়টিকে পাশ কাটিয়ে যাবে। কারণ মানবাধিকার কমিশন একটি পরামর্শমূলক সংস্থা মাত্র। রায় বাস্তবায়ন করার মতো নির্বাহী ক্ষমতা এর নেই।
এদিকে ভারতের বিচারকরা টাকার বিনিময়ে রায় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভা ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এক অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। মানবাধিকার কমিশনের রায়ের পরিপ্রেক্ষিতে গতকাল বিচার ব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেন মমতা। তবে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থানের আইনজীবীরা এই বক্তব্যের পর মমতার তীব্র সমালোচনা করেছেন। তাঁরা মন্তব্য করেছেন, মামলায় জয়ী হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং পরাজয় হলে টাকা দিয়ে রায় কেনা হয়েছে_এমন মন্তব্য করলে মুখ্যমন্ত্রী আদালত অবমাননা মামলায় পড়বেন। সূত্র : হিন্দুস্তান টাইমস।

No comments

Powered by Blogger.