উত্তরা লেকপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

ত্তরা লেকের পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্লট বরাদ্দ বাতিল ও লেক সংরক্ষণের দাবি জানিয়েছেন উত্তরার বাসিন্দারা। লেক বাঁচানোর দাবিতে গতকাল শনিবার উত্তরা আবাসিক এলাকার গাউসুল আজম এভিনিউসংলগ্ন সংযোগ সেতুর ওপর গণজমায়েত ও মানববন্ধন হয়। উত্তরা অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মসূচিতে উত্তরার বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতির প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের
নাগরিকেরা অংশ নেন। উত্তরা অ্যাসোসিয়েশনের লেক ও পরিবেশ সংরক্ষণ উপকমিটির আহ্বায়ক অধ্যাপক আসাদ উল্লাহ খান অভিযোগ করেন, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কসংলগ্ন লেকের পাড়ে চলাচল পথের পাশ ঘেঁষে রাজউক প্লট বরাদ্দ দিয়েছে। সেখানে পাকা স্থাপনা নির্মাণ হচ্ছে। বিষয়টি রাজউককে জানানোর পরও ব্যবস্থা না নেওয়ায় এ কর্মসূচি ডাকা হয়েছে।
এ ব্যাপারে রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, লেকপাড়ে উত্তরার একটি সোসাইটির অস্থায়ী কার্যালয়ের অনুমতি দেওয়া হয়েছিল। এলাকার আরেকটি অংশ এ বিষয়ে আপত্তি জানালে ওই কার্যালয় নির্মাণ বন্ধ করে দেওয়া হয়। লেকপাড়ে কোনো প্লট বরাদ্দ দেওয়া হয়নি।
গণজমায়েতের সভাপতি উত্তরা অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদত আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর জলাধার বাঁচানোর অঙ্গীকার করলেও বিভিন্ন সরকারি দপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তায় লেক দখল হয়ে যাচ্ছে। এ কারণে তারা লেকের পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্লট বরাদ্দ বাতিল ও লেক সংরক্ষণের দাবি জানান।
প্রকৌশলী ইউনুস আলী মোল্লা বলেন, ‘উত্তরায় প্রায় ৩০ লাখ লোকের বসবাস। আমাদের ছেলেমেয়েরা বদ্ধ নগরে বসবাস করছে। ওদের জন্য খোলা জায়গা দরকার। এখানে কোনো পাকা বাড়ি হতে দেওয়া হবে না।’
এ সময় আরও বক্তব্য দেন মেজর (অব.) শেখ মো. বদরুজ্জামান, শামসুল হুদা, মইনুদ্দিন আহমেদ, কাজী খোরশেদুজ্জামান উৎপল, শাহ আলমগীর হোসেন, এ এস এম ওবায়দুল্লাহ, আবদুল লতিফ, আমিনুল ইসলাম, অধ্যাপক আবু জাফর, আনোয়ারুল ইসলাম, অধ্যাপক সৈয়দা শামসেআরা হোসেন, শরীফা খানম, শাহনাজ পান্না প্রমুখ।
কর্মসূচিতে উত্তরার বিভিন্ন সেক্টরের নাগরিক ছাড়াও ন্যাশনাল একাডেমি অব রয়েল আর্টস, উত্তরা লেক পার্ক মহিলা সংগঠন, উত্তরা কালচারাল সোসাইটি, উত্তরা কেন্দ্রীয় প্রেসক্লাব, বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা, উত্তরা নার্সারি মালিক সমিতি, মাইলস্টোন কলেজ, উত্তরা আইডিয়াল কলেজসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

No comments

Powered by Blogger.