জাপানে পারমাণবিক বিপর্যয়ের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে

জাপানে ভূমিকম্প ও সুনামি-পরবর্তী পারমাণবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) এ পরিকল্পনা করেছে। টেপকো গতকাল বুধবার এ কথা জানিয়েছে।
টেপকোর প্রেসিডেন্ট মাসাতাকা শিমিজু গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘ফুকুশিমা দাইচি পারমাণবিক কেন্দ্রের সমস্যা সমাধান করাই এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব। একই সঙ্গে বিপর্যয়ের কারণে যারা উচ্ছেদ হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুতের ঘাটতি পূরণের চেষ্টা করে যাচ্ছি।’ তবে শিমিজু ব্যর্থতার দায়ভার নিয়ে তাঁর পদত্যাগের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি আরও বলেন, ‘টেপকো থেকে আমি পদত্যাগ করব কি না, সে ব্যাপারে মন্তব্য করার জায়গা এটি নয়।’
জাপানের ইউমিউরি শিম্বুন পত্রিকা জানায়, পারমাণবিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দুই হাজার ৪০০ কোটি থেকে চার হাজার ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

No comments

Powered by Blogger.