আইভরি কোস্টে সাড়ে চার লাখ মানুষ শরণার্থী শিবিরে

আইভরি কোস্টের অব্যাহত সহিংসতায় অন্তত সাড়ে চার লাখ মানুষ শরণার্থী হয়ে পড়েছে। তারা বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। দেশটির প্রধান শহর আবিদজানে সাম্প্রতিক সময়ের সংঘর্ষের পর বিভিন্ন রাস্তায় ইতস্তত পড়ে আছে বহু মানুষের লাশ। এসব লাশের কোনো কোনোটি কুকুরে ছিঁড়ে খাচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা গতকাল শনিবার এ তথ্য জানায়।
গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে আলাসেন ওয়াতারা জয়ী হন। আফ্রিকান ইউনিয়ন তাঁর এই বিজয়কে সমর্থন দিয়ে আসছে। কিন্তু ক্ষমতাসীন লরা বাগবো তাঁর কাছে ক্ষমতা হস্তান্তর করেননি।
ওয়াতারা বর্তমানে নাইজেরিয়ায় আশ্রয় নিয়েছেন। তাঁর সমর্থকেরা আইভোরি কোস্টের উত্তরাঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। অন্য অঞ্চলগুলো বাগবোর সমর্থকদের দখলে। প্রায়ই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটছে। দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
চলমান এই সংকট নিরসনে বাগবোকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফ্রিকান ইউনিয়ন। কিন্তু বাগবো তা প্রত্যাখ্যান করেছেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা সূত্রে জানা গেছে, আবিদজানের অন্তত তিন লাখ ৭০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তারা বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। ৭৭ লাখ শরণার্থীর আশ্রয় মিলেছে প্রতিবেশী লাইবেরিয়ায়।

No comments

Powered by Blogger.