‘পোলানস্কির চেয়েও বেশি ক্ষতি করেছে মার্কিন বিচার ব্যবস্থা’

চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কি ১৩ বছর বয়সী কিশোরী সামান্থা জেইমারকে ধর্ষণ করেছিলেন। এরপর কেটে গেছে প্রায় তিন দশক। ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন পোলানস্কি। অবশেষে অস্কারজয়ী এই চলচ্চিত্র পরিচালককে ক্ষমা করে দেওয়ার কথা বললেন জেইমার। তিনি বলেছেন, পোলানস্কি নন, মার্কিন বিচার ব্যবস্থাই তাঁর সবচেয়ে বেশি ক্ষতি করেছে।
তিন দশক ধরে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ পোলানস্কিকে ধরার যে কাজ করছে সেটি তাঁর বেশি ক্ষতি করেছে উল্লেখ করে জেইমার বলেন, পোলানস্কির প্রতি তাঁর কোনো ক্ষোভ নেই। ১৯৭৭ সালে পোলানস্কি তাঁর বন্ধু জ্যাক নিকোলসনের হলিউডের বাসায় তাঁকে ধর্ষণ করেন।
ওই ঘটনার ৩৪ বছর উপলক্ষে মার্কিন টেলিভিশনে এক সাক্ষাৎ কারে জেইমার বলেন, ২০০৯ সালের শুরুর দিকে পোলানস্কি তাঁর কাছে এ ব্যাপারে ছোট একটি চিঠি লেখেন, যা ছিল ক্ষমা চাওয়ার মতো। এ বিষয়টি তাঁর ভালো লেগেছে। তবে তাঁর ক্ষোভ বিচারক ও জেলা অ্যাটর্নিদের প্রতি, যাঁরা এ ঘটনাকে ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা লাভের জন্য ব্যবহার করছেন।

No comments

Powered by Blogger.