যমুনা ব্যাংক ও এনসিসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য যমুনা ব্যাংক ২২ শতাংশ এবং এনসিসি ব্যাংক ৩২ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংক দুটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
যমুনা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট আগামী ৬ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা ১০৬,৬০,১০,০০০ টাকা, শেয়ারপ্রতি আয় ৪.৭৮ টাকা, শেয়ার প্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ২৮.৭৪ টাকা এবং শেয়ারপ্রতি নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৪.৭৯ টাকা।
এনসিসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল বেলা ১১টায় ঢাকার বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৪ মার্চ। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ৫.৩৩ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ২০.৭৯ টাকা এবং শেয়ারপ্রতি নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩.২৭ টাকা।

No comments

Powered by Blogger.