ইয়েমেনে সামরিক ইউনিটের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ৫

ইয়েমেনে ভিন্নমতাবলম্বী সামরিক ইউনিটের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমরান প্রদেশে সামরিক বাহিনীর একটি তল্লাশি চৌকিতে এ ঘটনা ঘটে।
এদিকে গতকাল বুধবার ইয়েমেনজুড়ে হাজার হাজার জনতা সরকারবিরোধী বিক্ষোভ করেছে। বিক্ষোভের সময় দেশটির দক্ষিণাঞ্চলে সেনাসদস্যদের গুলিতে সরকারবিরোধী দুই বিক্ষোভকারী নিহত হয়েছে।
সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানান, রাজধানী সানা থেকে ১৭০ কিলোমিটার উত্তরে আমরান প্রদেশে সামরিক বাহিনীর একটি তল্লাশি চৌকিতে পুলিশ হামলা চালায়। হামলায় একজন সেনা কর্মকর্তা নিহত ও অপর দুই সেনা আহত হন। এ সময় সেনাসদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গ্রেনেডচালিত রকেট হামলাও চালানো হয়। এতে চারজন পুলিশ সদস্য নিহত হন।
ওই কর্মকর্তা আরও জানান, ভিন্নমতাবলম্বী ওই সেনা ইউনিট ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সামরিক অঞ্চলের কমান্ডার জেনারেল আলী মোহসেন আল আহমারের নিয়ন্ত্রণে রয়েছে। জেনারেল মোহসেন অভিযোগ করেন, বর্তমান সরকার তাঁকে হত্যার চেষ্টা চালায়। তিনি এখন সরকারবিরোধী বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন।

No comments

Powered by Blogger.