পাকিস্তানের সঙ্গে খেলতে চায় ভারত

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই ক্রিকেট অঙ্গনে পরস্পরের মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। দীর্ঘদিন পর বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার পর আবারও নতুন করে ক্রিকেটীয় সম্পর্ক তৈরি হতে যাচ্ছে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। মোহালিতে উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল ম্যাচটা দেখতে এসে এ বিষয়ক কথাবার্তার সূত্রপাত করেছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। গতকাল বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাও পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন।
এ বছরই ভারতের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এ বছর আইসিসি নির্ধারিত সফরসূচি নিয়ে খুব ব্যস্ত সময় কাটাতে হবে দুই দেশের ক্রিকেটারদের। এই সিরিজ কবে, কোথায় আয়োজন করা হবে, সে ব্যাপারে কোনো ইঙ্গিত দিতে পারেনি দুই দেশের ক্রিকেট বোর্ডই।

No comments

Powered by Blogger.