পৃথিবীর অক্ষরেখা ১০ সেন্টিমিটার সরে গেছে

জাপানে গত শুক্রবারের ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ সেন্টিমিটার সরে গেছে। জাপানের উপকূলীয় অঞ্চল সরেছে প্রায় ২ দশমিক ৪ মিটার।
শুক্রবার জাপানে স্থানীয় সময় বেলা পৌনে তিনটায় রিখটার স্কেলে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়।
এটি ১৪০ বছরের মধ্যে জাপানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে দেশটিতে এ পর্যন্ত প্রায় এক হাজার ৩০০ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি গতকাল শনিবার জানায়, ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ সেন্টিমিটার সরেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, ওই ভূমিকম্পের কারণে জাপানের উপকূলীয় অঞ্চল প্রায় ২ দশমিক ৪ মিটার সরে গেছে।
পৃথিবীর অক্ষরেখা সরে যাওয়ায় কয়েক শতক পর এক দিনের দৈর্ঘ্য এক সেকেন্ড কমতে পারে বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব টরন্টোর ভূতত্ত্ববিদ্যার অধ্যাপক অ্যান্ড্রু মিয়াল।
তবে দিনের দৈর্ঘ্যে এটা খুব সামান্যই প্রভাব ফেলবে।

No comments

Powered by Blogger.