রাশিয়া ও চীনের মধ্যে তেলের পাইপলাইন চালু

বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ রাশিয়া এবং জ্বালানির সর্ববৃহৎ ভোক্তা চীনের মধ্যে প্রথমবারের মতো সরাসরি তেল সরবরাহের জন্য পাইপলাইন সংযোগ চালু হয়েছে।
রাশিয়ার সাইবেরিয়ার মধ্য দিয়ে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর দাকিং পর্যন্ত এই পাইপলাইন বসানো হয়েছে। এই পাইপলাইন সংযোগ দেশ দুটির মধ্যে তেলের বাণিজ্যকে আরও সমৃদ্ধ করবে।
এত দিন রেলপথে রাশিয়া থেকে চীনে তেল রপ্তানি করা হচ্ছিল। আগামী দুই দশক এই পাইপলাইনের মাধ্যমে রাশিয়া প্রতিদিন তিন লাখ ব্যারেল তেল চীনে রপ্তানি করবে বলে আশা করা হচ্ছে।
এই প্রকল্প বাস্তবায়ন করতে ২০ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার খরচ হয়েছে। ঋণ হিসেবে এই খরচের অংশবিশেষ জোগান দিয়েছে চীন। ২০১৪ সালে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ শেষ হবে।
প্রসঙ্গত, সৌদি আরবকে পেছনে ফেলে ২০০৯ সালে রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশের স্থান দখল করে

No comments

Powered by Blogger.