জার্মান সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করবেন আশতিয়ানি

ইরানে হত্যা ও ব্যভিচারের দায়ে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া নারী সাকিনেহ মোহাম্মাদি আশতিয়ানি বলেছেন, তাঁর ছেলের সাক্ষাৎকার নেওয়া দুই জার্মান সাংবাদিকের বিরুদ্ধে তিনি মামলা করবেন। কারণ ওই দুই সাংবাদিক তাঁকে ও তাঁর দেশকে হেয়প্রতিপন্ন করেছেন। তাঁর এ মন্তব্যের পরদিন বিচার বিভাগের একজন কর্মকর্তা ইঙ্গিত দিয়ে বলেছেন, তাঁর পাথর ছুড়ে মারার শাস্তি বাতিল হতে পারে।
গত শনিবার কারাগারের বাইরে বসে ছেলেমেয়ের সঙ্গে খাবার খাওয়ার সুযোগ দেওয়া হয় আশতিয়ানিকে। আর সে ফাঁকেই তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আশতিয়ানির ছেলে সাজ্জাদ ঘাদারজাদের সাক্ষাৎকার নেওয়ার অপরাধে ওই দুই জার্মান সাংবাদিক ইরানের কারাগারে বন্দী আছেন। সাক্ষাৎকারে সাজ্জাদ তাঁর মাকে পাথর ছুড়ে যেন হত্যা না করা হয় সে জন্য ইরান সরকারের ওপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আকুল আবেদন জানিয়েছিলেন।

No comments

Powered by Blogger.