‘আমরাও ক্রিকেট খেলতে পারি!’

বড় খেলার মাঠ। চারপাশে দর্শকের ভিড়। স্কুলপড়ুয়া মেয়েরা ক্রিকেট খেলছে। টানটান উত্তেজনা। হঠাৎ চিৎকার শোনা যায়, ‘আউট, আউট’! মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রমীলা ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের দৃশ্য এটি। গতকাল বিকেলে স্থানীয় তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের সূত্রে জানা গেছে, ৪০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে শীতকালীন খেলাধুলা-২০১০ এর প্রমীলা ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উপজেলা সদরের জুড়ী উচ্চবিদ্যালয় এবং মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের দুটি দল অংশ নেয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জুড়ী উচ্চবিদ্যালয় ৬৮ রানে জয়লাভ করে। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে লিজা আক্তার।
লিজা তার প্রতিক্রিয়ায় বলে, ‘আমরাও ছেলেদের মতো ক্রিকেট খেলতে পারি। একটি ওভারে হ্যাটট্রিকসহ মোট চারটি উইকেট পেয়েছি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ এম আসুক বলেন, ‘জুড়ীতে প্রথমবারের মতো প্রমীলা ক্রিকেট প্রতিযোগিতা হলো। মাত্র দুটি শিক্ষাপ্রতিষ্ঠান এতে নিবন্ধন করেছে। ছাত্রীদের আগ্রহে আমরা খুবই খুশি হয়েছি। ভবিষ্যতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরাও এগিয়ে আসবে আশা করছি।’

No comments

Powered by Blogger.