মুসলিম ও খ্রিষ্টানদের প্রতি ঐক্যের ডাক মোবারকের

মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক সে দেশের মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেকজান্দ্রিয়ায় গির্জার বাইরে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনাকে ‘পাপপূর্ণ কর্মকাণ্ড’ উল্লেখ করে এই দুই সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার আহ্বান জানান তিনি।
নতুন বছর উপলক্ষে আয়োজিত প্রার্থনা ও আনুষ্ঠানিকতায় যোগ দিতে আলেকজান্দ্রিয়ার আল-কিদ্দিসিন গির্জায় গত শনিবার খ্রিষ্ট ধর্মের প্রায় এক হাজার মানুষ জড়ো হয়। একপর্যায়ে গির্জাটির বাইরে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও ৭০ জন আহত হয়। এ ঘটনার জেরে কয়েক শ খ্রিষ্টান বিক্ষোভ করে। এ সময় ওই এলাকার মুসলমান ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
এ বোমা হামলাকে ‘বর্বর ও হায়েনার কর্মকাণ্ড’ বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিন্দা জানিয়েছেন।
গতকাল রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে মিসরের প্রেসিডেন্ট বলেন, ওই হামলায় বিদেশিদের হাত রয়েছে। মিসরকে অস্থিতিশীল করতেই এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে।
মুসলমান-অধ্যুষিত মিসরে ১০ শতাংশ খ্রিষ্ট ধর্মাবলম্বী। দেশটির মোট জনসংখ্যা আট কোটি। এর আগে বেশ কয়েকবার এ দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা হয়।

No comments

Powered by Blogger.